বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় বালুবাহী লরি (বড় ট্রাক্টর) চাপায় অন্তর মিয়া (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বারহাট্টার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত অন্তর সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাছিমপুর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে। তার বাবা—মা ঢাকায় কাজ করে। আর অনন্ত তার নানার বাড়ি বারহাট্টার গুমুরিয়া গ্রামে থাকে। চালক বাপ্পি বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নানীর সঙ্গে গোপালপুর বাজারে আসে অন্তর। রাস্তার পাশদিয়ে যাওয়ার সময় মোহনগঞ্জগামী একটি বালুবাহী একটি লরি অনন্তকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা লরিটিতে আগুন জ্বালিয়ে দেয়। পরে ফায়ারসার্ভিস অফিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত অন্তরের নানা মোঃ ছাইকুল মিয়া বলেন, নাতীকে হারিয়েছি, সে আর ফেরত আসবে না। তবে আমি এই ঘটনার সঠিক বিচার চাই। যেন আর কারো সাথে এমন ঘটনা না ঘটে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই লরির চালক বাপ্পি মিয়াকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।