জেলা প্রতিনিধি, নেত্রকোণা: নেত্রকোণা বারহাট্টা উপজেলার বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। এ উপলক্ষ্যে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ৪ জুলাই ২০২৪। নির্ধারিত সময়ের মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন বিক্রমশ্রী গ্রামের চিত্ত রঞ্জনের ছেলে মনোরঞ্জন সরকার, একই গ্রামের জনাব আলীর ছেলে মোঃ আরশাদ আলী ও বড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদের ছেলে ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের ছোট ভাই কাজী সাজ্জাদ। বারহাট্টা সদর ইউনিয়নের পর পর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার কারণে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় আগামী ১৭ জুলাই উপ- নির্বাচিত অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সঞ্জিব কুমার সরকার জানান, ৪ জুলাই ২০২৪ মনোনয়ন দাখিলের শেখ তারিখ ছিল। ইতিমধ্যে আমরা তিন জন প্রার্থীর মনোনয়ন পত্র পেয়েছি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ- ৫ জুলাই, মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ৬-৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থীরা প্রত্যাহারে শেষ তারিখ- ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই ২০২৪। তিনি আরও জানান, ১৭ জুলাই ২০২৪ সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকার পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ