স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত, শাহীন স্কুল নেত্রকোণা শাখা এর উদ্যোগে মোক্তারপাড়া মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ ঘটিকায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোণা শাখার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এবং মোঃ আবু ওয়াহীদ রেজা প্রমুখ। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হল অভিন্ন চার্ট ও প্রশ্ন পদ্ধতিতে ৩২ জেলার ১১৬টি ক্যাম্পাস একযোগে পরিচালিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন দক্ষ হাতে নিয়ন্ত্রণের মাধ্যমে সাফল্যের শীর্ষে অবস্থান করছে এই প্রতিষ্ঠান। যার ফল সরূপ ২০২৩ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় লিখিতভাবে ২৯৮ জনের চান্স প্রাপ্তি।