সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে বালু ও পাথর খেকোদের হাত থেকে ডাউকি নদীর পারসংলগ্ন চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে জাফলং ব্রিজে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‘আমার বাগান আমার মা, ধ্বংস হতে দেব না’, ‘জাফলংবাসীর ঐতিহ্য, ধ্বংস হতে দেব না’, ‘অবৈধ পাথর ও বালু খেকোরা হুঁশিয়ার সাবধান’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
জাফলং চা-বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান মানববন্ধনে সঞ্চালনা করেন। এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও চা-বাগানে বসবাসরত সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাফলং চা–বাগান উত্তর সিলেটের অনন্য এক ঐতিহ্য। একটি চক্র জাফলং নদী থেকে দিনে–রাতে বালু তুলে বাগানকে ধ্বংস করছে। ফলে জাফলং ব্রিজসহ বাগান ধ্বংসের মুখে।
‘আপনারা দয়া করে আমাদের এ ঐতিহ্যকে রক্ষায় সবাই এগিয়ে আসুন। পাথর ও বালু খেকোদের দৌরাত্ম্যে এবং নদীভাঙনের কবলে ইতিমধ্যে এই চা–বাগানের প্রায় ৩০০ একর ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন অবশিষ্ট যেটুকু রয়েছে সেটুকু রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে এক সময় এই চা-বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। কাজেই বিলীন হয়ে যাওয়ার আগে এই চা–বাগান রক্ষায় আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরাও (চা–শ্রমিকেরা) আমাদের অস্তিত্ব রক্ষায় মিছিল, মিটিং, মানববন্ধনসহ লাগাতর আন্দোলন চালিয়ে যাব।’
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ