নুরুল কবির বিশেষ প্রতিনিধি:
ঢাকায় ৩২ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন" বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল ২০২৪) বিকাল: ৪ ঘটিকার সময় ঢাকার তোপখানা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর ভিআইপি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসকপ এর চেয়ারম্যান, আন্তর্জাতিক সংগঠক এটিএম মমতাজুল করিম এর সভাপতিত্বে ও অতিরিক্ত মহাসচিব মো. আল-আমিন শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন, ভুমি মন্ত্রনালয়ের অব: অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো: কফিল উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বাসকপ এর উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু।
স্বাগত বক্তব্য রাখেন, বাসকপ এর মহাসচিব মো. সালেহ আহম্মদ।
অনুষ্ঠানে বাসকপ এর কেন্দ্রীয়, জেলা ও মহানগর এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বাসকপে এর উপদেষ্টা শাহিদা রহমান ঢাকার সায়দাবাদ এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেজাউল করিম চৌধুরী (আর. কে. চৌধুরী) কলেজ এর গভর্নিং বডি’তে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ার তাকে সংবর্ধনার মাধ্যমে বাসকপ বেস্ট অ্যাওয়ার্ড ও উত্তরীয় প্রদান করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ