জাতীয় দৈনিক বিকাল বার্তা স্টাফ রিপোর্টার
বাহুবল হবিগঞ্জ
জানা যায় বাহুবাল ৪/ইউনিয়নের দক্ষিণ বাহুবলের।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা
আদর্শের আদর্শিত সৈনিক মুক্তিযোদ্ধা মৃত মোঃ আঃআলী সাহেবের ছেলে মোঃহেলাল মিয়ার উপর একদল দুর্বৃত্ত প্রভাবশালীর হামলা গত ৭/৩/২০২৪/ ইং
তারিখে। অনুমান ১ ঘটিকার সময় হামলাকারী
হেলাল মিয়ার চাচাতো ভাই সাব্বির গং পিতা মৃত মোঃখোরসেদ আলী ঐ দুর্বৃত্তরা পূর্ব শত্রু তার জের ধরে মুক্তিযোদ্ধার সন্তান মোঃ হেলাল মিয়ার উপর পিছন থেকে এসে এলোপাতারীতা আঘাত করতে থাকে
একপর্যায়ে হেলাল মিয়া মাটিতে পড়ে গেলে দেশীয় অস্ত্র
আমরা ফিকল বলে থাকি। সেই ফিকল দিয়ে দুর্বৃত্ত সাব্বির গাই দিয়ে ছাপিয়ে ধরে। এলাকার লোকজন এসে হেলাল মিয়াকে উদ্ধার করে স্থানীয় বাহুবাল হাসপাতাল আনা হয় কর্তব্য রথ ডাক্তার উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ হাসপাতালে পেরণ করেন
পরে অবস্থা কারাপ দেখিলে আরও উন্নত চিকিৎসার জন্য সিলেটে পেরন করা হয়। আল্লাহ যেন উনার নেক হায়াত বাড়িয়ে দেন আমিন