মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা বাহুবলে সড়কে মোটরসাইকেল আটকিয়ে ডাকাতিকালে ধান ও চাউল ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজার-মাসেরবাজার সড়কের মামদনগর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় উপজেলার পশ্চিমজয়পুর গ্রামের আঃ মন্নাফের পুত্র ধান-চাউল ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন (৩৪) মোটরসাইকেলে করে বাড়ীতে যাওয়ার সময় ডাকাতরা ধারালো দা দিয়ে তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে মোটর সাইকেল থেকে পেলে ২লাখ ১৩ হাজার টাকা নিয়ে যায়। আহত সালাউদ্দীনের চিৎকার শুনে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দিলে ডাকাতরা হাতে থাকা মোবাইল ফোন পেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মশিউর রহমান এ প্রতিনিধিকে জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্হা নেওয়া হবে।
আহত ব্যাবসায়ী সালাউদ্দীন জানান, একটু পরে মামলা বসানো হবে।