সাম্প্রতিক সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকা সহ কয়েকটি ফেসবুক আইডি থেকে “বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) সাইদুর রহমানের কোটি কোটি টাকার অনিয়ম দুর্নীতির শিরোনামে সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে, যা বিআইডব্লিউটিএ দাবি করছে মিথ্যা এবং ভিত্তিহীন।
এ বিষয়ে”বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) সাইদুর রহমান বলেন, “আমার নামে কোটি কোটি টাকার দুর্নীতির যে অভিযোগ গুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছে সে গুলো সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। উত্থাপিত অভিযোগগুলোর কোনো প্রমাণ বা যথাযথ তথ্য নেই। সংবাদপত্রের নৈতিক দায়িত্বের পরিপন্থীভাবে একটি কুচক্র মহল এটি যাচাই না করে প্রকাশ করেছেন।”
তিনি আরও জানান, “বিআইডব্লিউটিএ একটি স্বচ্ছ এবং সুশাসন নীতি অনুসরণকারী সরকারি প্রতিষ্ঠান। মিথ্যা সংবাদ আমাদের প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ন করে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হতে পারে।”