বিকাল বার্তা প্রতিনিধি>>
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং “নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তায়’ বিশেষ সেল গঠন করেছে বিএনপি। আজ শুক্রবার এই সেল গঠন ও এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্তদের তথ্য প্রকাশ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করা হয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে।
বিএনপি দুই ধাপে এই বিশেষ সেল গঠন করেছে। একটি হচ্ছে দলটির ৮৪টি ‘সাংগঠনিক জেলা’ সেল এবং অপরটি হচ্ছে দেশের প্রত্যেক জেলার সেল।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন বিষয়ক যেকোনো ঘটনা ও প্রয়োজনে বিএনপির এই সেলের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।
সাংগঠনিক জেলা হিসেবে এই বিশেষ সেলে সিলেট বিভাগে যারা দায়িত্ব পেয়েছেন,
সিলেট জেলা
অ্যাডভোকেট রফিক সরকার (০১৭১১১০৪৭২০) ও হেনা বেগম (০১৭৫০৩৫৭৯৭০)।
সিলেট মহানগর
অ্যাডভোকেট আবুল ফজল (০১৭১১৩৩৭৭৪৩) ও নাদিরা আক্তার চৌধুরী (০১৬৮৭৪০৪৫৩৭)