ইমরান সরকার :- দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম আহমেদ তুলিপ-কে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন স্বাক্ষরিত। এছাড়াও বিষয়টি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, সেলিম আহমেদ তুলিপ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একজন দাপুটে বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্বল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পাহাড় জমা পড়ে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে।
এরই ধারাবাহিকতায়, দলের পক্ষ থেকে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায়, শেষ পর্যন্ত দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ