ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সাবেক বিএনপি নেতা বাবুল মেম্বরের উপর প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত বাবুল মেম্বরের ছোট ভাই জেলা যুবদল নেতা মো: বারেক হাওলাদার বাদী হয়ে সদর থানায় একটি মামলা (নং২১) দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, শেখমুজিব সড়কের মো: চান মিয়ার পুত্র রিয়াজুল ইসলাম রিয়াজ(৪৬) এবং রিয়াজের পুত্র মো: রাসেল(২৭), রত্তন খানের পুত্র সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মো: হুমায়ূন কবির (৫৫), মো: সবুজ খান (৫২) ও সবুজ খানের পুত্র সাকিব খান (২৫), কিফাইত নগরের পনু খানের পুত্র সাবেক কাউন্সিলর শাহ আলম খান ফারসু ও তার ভাই রুবেল খান (২৮), ও আহম্মদ আলী হাওলাদারের পুত্র পলাশ হাওলাদার।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাবুল মেম্বর ঝালকাঠি থেকে বাড়ি ফেরার পথে শহরের পালবাড়ি আকবরী মসজিদের সামনে গেলে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা তার উপর আতর্কিত হামলা চালায়। হামলায় বাবুল মেম্বর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তার সাথে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। বাবুল মেম্বর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক, জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি ও ঝালকাঠি জেলা লবণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। মো: বাবুল হাওলাদার পার কিফাইত নগরের আরিফিন উদ্দিন হাওলাদারের পুত্র ।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান জানান, এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ক্যাপশন ঃ আহত বাবুল হাওলাদার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ