নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর উপশহর ল কলেজ সংলগ্ন পয়েন্টে বর্তাবাড়ী রেস্টুরেন্টের সামনে জেলা ক্রীড়া কমপ্লেক্স রাস্তায় বিএনপি ল কলেজ ইউনিটের উপর আওয়ামী ডেবিল যুবলীগ ক্যাডার দিপু গ্রুপের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
এই হামলায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগর বিএনপির সহ ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ২৪ আন্দোলনে আহত ব্যক্তি আলী আশরাফ খান দিপু ও সাদিকুর রহমানসহ ৩ জন আহত হয়েছেন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজিজুল হোসেন আজিজ ও তার সহোদর ভাই সাদিক হোসেনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
প্রত্যক্ষদশী সুত্রে জানা যায় প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় ল কলেজ ইউনিটের সদস্যরা সিলেট ক্রীড়া কমপ্লেক্স রাস্তার সম্মূখে সন্ধ্যার পর বসে আড্ডা দিচ্ছিলেন, এসময় যুবলীগ ক্যাডার ডেবিল দিপুর ভাই মোটর বাইক পাকিং নিয়ে জাতীয়তাবাদী পরিবার ল কলেজ ইউনিটের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয় বিষয়টি শুনতে পেয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব আজিজুল হোসেন আজিজ উভয়কে বুঝিয়ে মিমাংসা করে দেন।
পরে কথা কাটাকাটির জের ধরে সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় দিপুর নেতৃত্বে তাহার ভাইসহ ৫০/৬০জন দা, রামদা, রড, হকিস্টিক লাটিসোটা নিয়ে অতর্কিতভাবে জাতীয়তাবাদী পরিবার ল কলেজ ইউনিটের উপর হামলা চালায়। হামলায় তিনজন আহত হয়েছে। এলাকায় তমতমে অবস্থা বিরাজ করছে।
এদিকে, আজিজের উপর হামলার খবর পেয়ে নগরের বিভিন্ন স্থান থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাছিমপুর এলাকায় জড়ো হন। তারা দীপুকে খুঁজতে মাছিমপুর এলাকায় যান। এসময় দীপুর লোকজনের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত আরো ৫ জন আহত হন। এসময় সাংবাদিকের বাইকসহ ৩১/৪০টি মোটরসাইকেল ভাংচুর করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
পুলিশ জানিয়েছে, ছাত্রলীগ নেতা দীপুর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে আগে থেকেই পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে তীর জুয়া খেলা ও মাদক কেনাবেচায় শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ