স্টাফ রিপোর্টার আমীন:
অদ্য ০৮/০৪/২০২৫ তারিখে বিএসটিআই, কক্সবাজার ও উখিয়া উপজেলা প্রশাসন, কক্সবাজার সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে-
(১) মেসার্স জনি ফুড প্রোডাক্টস, কুতুপালং, উখিয়া, কক্সবাজার মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত চানাচুর পণ্য মোড়কজাত করে উৎপাদন ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ‘২০১৮’ লংঘনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) মাত্র জরিমানা করা হয়
(২) মেসার্স হাকিম বেকারী, কুতুপালং, উখিয়া, কক্সবাজার নামীয় প্রতিষ্ঠানটি মোড়কজাতকারী নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট পণ্য মোড়কজাত করে উৎপাদন ও বিক্রয় বিতরণ করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লংঘনের দায়ে ২০,০০০/- (বিশ হাজার টাকা) মাত্র জরিমানা করা হয়l
(৩) মেসার্স মিষ্টি বেকারী, উখিয়া উপজেলা সদর, কক্সবাজার প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট ব্রেড পণ্য উৎপাদন ও বাজারজাত করায় উল্লেখিত আইন লংঘনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব যারীন তাসনিম তাসিন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উখিয়া উপজেলা, কক্সবাজার এর নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে প্রসিকিউটর হিসেবে জনাব রঞ্জিত কুমার মল্লিক, ইন্সপেক্টর (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এরূপ অভিযান অব্যাহত থাকবে।