স্টাফ রিপোর্টার আমীন:
অদ্য ০৮/০৪/২০২৫ তারিখে বিএসটিআই, কক্সবাজার ও উখিয়া উপজেলা প্রশাসন, কক্সবাজার সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে-
(১) মেসার্স জনি ফুড প্রোডাক্টস, কুতুপালং, উখিয়া, কক্সবাজার মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত চানাচুর পণ্য মোড়কজাত করে উৎপাদন ও বাজারজাত করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন '২০১৮' লংঘনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) মাত্র জরিমানা করা হয়
(২) মেসার্স হাকিম বেকারী, কুতুপালং, উখিয়া, কক্সবাজার নামীয় প্রতিষ্ঠানটি মোড়কজাতকারী নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট পণ্য মোড়কজাত করে উৎপাদন ও বিক্রয় বিতরণ করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' লংঘনের দায়ে ২০,০০০/- (বিশ হাজার টাকা) মাত্র জরিমানা করা হয়l
(৩) মেসার্স মিষ্টি বেকারী, উখিয়া উপজেলা সদর, কক্সবাজার প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট ব্রেড পণ্য উৎপাদন ও বাজারজাত করায় উল্লেখিত আইন লংঘনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব যারীন তাসনিম তাসিন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উখিয়া উপজেলা, কক্সবাজার এর নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে প্রসিকিউটর হিসেবে জনাব রঞ্জিত কুমার মল্লিক, ইন্সপেক্টর (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এরূপ অভিযান অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ