স্টাফ রিপোর্টার।
স্বেচ্ছাসেবী সংগঠন বিকল্প ভাবনার আয়োজনে
মৌসুমী ফল উৎসব, চিত্রাংকন ১৪৩১ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় ১২ জুন ২০২৪ বিকেলে সংগঠন কার্যালয় প্রাঙ্গনে বিশিষ্ঠ শিক্ষাবিদ ও নারীনেত্রী লুৎফুন নাহার খুকুমণি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্নাঢ্য ফল উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বানু।ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো.গণি মিয়া বাবুল এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্রোহী দ্যা নজরুল সেন্টার এর চেয়ারম্যান, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও নজরুল গবেষক মুহাম্মদ আতা উল্লাহ খান,। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল ভট্রাচার্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও সংস্কৃতজন সৈয়দ আনিসুর রহমান, ফল উৎসবের প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিকল্প ভাবনার নির্বাহী পরিচালক মো. মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট দেব দুলাল, জাপান নাগরিক মুকুল রায়হান ও মিসেস মুকুল,যুব সংগঠক রফিকুল ইসলাম রুবেল নিউস রিলস সম্পাদক নুরুল হকসহ,আলভি রহমান প্রমুখ ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, শিশুদেরকে দেশীয় ফল খাওয়ার প্রতি উৎসাহিত করতে হবে। দেশপ্রেম শেখাতে হবে। ষড়ঝৃতু ও দেশজ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। দেশীয় ফল খেতে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। কিন্তু প্রয়োজনীয় সচেতনতার অভাবে অনেকেরই ধারণা বিদেশী ফলের পুষ্টিগুণ বেশি, কিন্তু বিদেশী ফল থেকে আমাদের দেশীয় ফল অধিক পুষ্টিসমৃদ্ধ। বাংলাদেশে ঋতু অনুযায়ী যেসব মৌসুমী ফল পাওয়া যায় সেগুলো আমাদের জন্যে আশির্বাদ। মৌসুমী ফল খেলে মানবদেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নানা শারীরিক সমস্যায় প্রতিরোধে দেশীয় ফল প্রতিষেধক হিসেবে কাজ করে। দেশীয় ফলে বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন প্রভৃতি খাদ্য উপাদান রয়েছে। সুস্থ থাকার জন্যে নিয়মিত ফল খাওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
ছাত্র-ছাত্রীরা সরাসরি নানান মৌসুমী ফল দেখে দেখে চিত্রাংকন করেন।এই ব্যতিক্রমী উদ্যোগের সবাই ভূয়সী প্রশংসা করেন।সবাই একসাথে মৌসুমী ফল আম,জাম,লিচু,কলা,কাঠালসহ প্রায় বিভিন্ন প্রকার ফল উপভোগ করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন নিজকে জানো সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক পারহান উদ্দিন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ