থানচি (বান্দরবান) প্রতিনিধি।
'পরিচ্ছন্ন থানচি, উন্নত থানচি' আসুন থানচি পরিস্কার রাখার প্রতিশ্রুতিবদ্ধ হই, এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে সাঙ্গু ব্রীজ চৌরাস্তা প্রাঙ্গণে বিজিবি, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের উপস্থিতিতে সমন্বিতভাবে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা প্রতিনিধি এস আই মোঃ তৌফিক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ প্রমুখ।
এছাড়াও, থানচি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, টুরিস্ট গাইড ও জনসাধারণের অংশগ্রহণে ব্যানার ও প্লে কার্ড নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন উপলক্ষে র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাসমূহ প্রদক্ষিন শেষে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়। থানচি বাজার, বাসস্টেশন, সাঙ্গু ব্রীজ, উপজেলা পরিষদ রোডসহ বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে জমা করে পুড়িয়ে ফেলা হয়। তিনদিন ব্যাপী আয়োজিত পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত চলমান থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ