স্টাফ রিপোর্টার: মোঃ শুকুর আলী:
সুনামগঞ্জের সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করে ব্যাটালিয়ন ২৮ বিজিবির সদস্যরা। আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
০৮ জানুয়ারি বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। এর আগে, মঙ্গলবার ৭ জানুয়ারি রাতে থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা থেকে ভারতীয় ফুসকা ৭ হাজার ৩শত ১০ কেজি, চিনি ১ হাজার ৫০০ কেজি, সুপারি ১৫ হাজার পিস।
লাউয়েরগড় বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৭ হাজার ৩১০ কেজি ফুসকা যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬২ হাজার টাকা, মাঠ গাঁও বিওপি কর্তৃক ১৫০০ কেজি চিনি ও ১৫ হাজার পিস সুপারি যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে ফুসকা, চিনি ও সুপারি জব্দ করা হয়েছে।
যার অনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ