হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ১৩ এপ্রিল, ২০২৫তারিখে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মোঃ বোরহান উদ্দিন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন তার পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করছিলেন। মোটর চালানোর সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বোরহান উদ্দিন গঙ্গাদাসপুর গ্রামের সেকান্দার আলী সরকারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।