এ এ রানা>
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউপির চেয়ারম্যান আহবাবুর রহমান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিন দিন বেড়েই চলছে। আওয়ামী পন্থী এই চেয়ারম্যান এর প্রতি এলাকার লোকজনের অভিযোগের শেষ নেই। এলাকায় তিনি প্রতারক হিসেবে পরিচিত। দল ক্ষমতায় না থেকেও তিনি তার লুটপাট এখনো চালিয়ে চাচ্ছেন। প্রশাসন সব দেখেন চোখে আংগুল দিয়ে বসে আছে। তার বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই চেয়ারম্যানকে বরখাস্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ইউপির সর্বস্তরের জনতা।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান (শিশু)। মৃত আকদ্দোস আলী খানের পুত্র শেরপুর রানাপিং বিয়ানীবাজারের বাসিন্দা, একজন উচ্চ পর্যায়ের দুর্নীতিবাজ এবং প্রতারক নেতা যাকে বলা হয়।
সূত্র জানায় জনসাধারণের উপর কর আরোপ এবং সরকারি তহবিল লুট করার জন্য অত্যন্ত পরিচিত মুখ চেয়ারম্যান আহবাবুর রহমান খান। সরকারি অনুদানের অপব্যবহার করে চাঁদাবাজি। আওয়ামী লীগের অধীনে তার কর্তৃত্ব ব্যবহার করে বড় ধরনের অবৈধ কার্যকলাপ করা। ঋণ নেওয়া এবং দরিদ্র ও অসহায়দের ঋণ খেলাপি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।স্হানীয় সূত্র জানায়, প্রশাসনের তদন্ত কমিটি গঠন করে প্রয়োজন সুষ্ঠু তদন্তের প্রয়োজন।