সিলেট অফিস :: সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে পুলিশ আদালতে প্রেরণ করলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর জব্বার ওরফে রাজ (২১)। সে সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ের মাসুক মিয়ার ছেলে। এর আগে শনিবার গভীর রাতে মহানগরীর কুমারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মুখপাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামির কাছ থেকে ভিকটিমকে নির্যাতনের একটি চাকু উদ্ধারসহ প্রয়োজনীয় তথ্য ও অপর আসামিকে গ্রেফতারের জন্য আদালতের কাছে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।
মামলার এজাহারে জানা গেছে, ভিকটিমকে (২০) আব্দুর জব্বার ওরফে রাজ প্রেমের সম্পর্কে জড়িয়ে গত ৮ জানুয়ারি থেকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে আসামির বসতঘরসহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ এপ্রিল ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে আসামি রাজ তাকে কাবিনের কথা বলে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার কাবিনে ৫০ হাজার টাকা লিখতে বলায় সে প্রতিবাদ করে। তখন আসামি রাজ তাকে মারপিট করে। এ ঘটনায় ভিকটিম ওসিসিতে চিকিৎসা নেয়। ওসিসি কর্তৃপক্ষ চিকিৎসা শেষে ভিকটিমের জবানবন্দি শুনে এজাহার খামের ভেতর জালালাবাদ থানার ওসির কাছে প্রেরণ করে। কিন্তু রহস্যজনক কারণে এই মামলা নিতে বিলম্ব করে জালালাবাদ থানা পুলিশ। পরে বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের দৃষ্টিগোচর হলে দ্রæত ভিকটিমের মামলা রুজু হয় এবং গত শনিবার রাতেই ধর্ষক রাজকে পুলিশ গ্রেফতার করে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ