ইমরান সরকার স্টাপ রিপোটারঃ-
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী এলাকা থেকে আরমান সোহাগ নামের ১৩ বছরের একটি ছেলের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাসূত্রে জানা যায়, বিশুবাড়ী গ্রামের জয়নাল আবেদীন উজ্জল আকন্দের বড় সন্তান গত ৭ মার্চ সকাল ৬ টায় ঘুম থেকে উঠে বাবা-মাকে না জানিয়েই স্কুলের ব্যাগে কাপড়-চোপড় নিয়ে ঘর থেকে বের হয়ে যায়।
আত্মীয়-স্বজন সহ অনেকের বাড়ীতে খোঁজা-খুজির পরও গত ৪ দিনেও সোহাগকে খুঁজে পায়নি তার পরিবার। এই ব্যাপারে সোহাগের বাবা-মার সাথে কথা হলে তারা জানান- "আমার সন্তানকে যে কোন মূল্যে আমি ফিরে চাই"। তিনি দেশের পুলিশ প্রশাসনের কাছে সন্তানকে ফিরে পেতে আন্তরিক সহযোগীতা কামনা করেন।
সন্তান হারা মা সাহেরা বেগমের সাথে কথা হলে তিনি বার বার মুর্ছা যাচ্ছিলেন। গত ৪ দিন ধরে সন্তানের মুখ দেখতে না পেয়ে অনশনব্রত পালন করছেন তিনি।
আরমান সোহাগের নিখোঁজের ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। এই ব্যাপারে গোবিন্দগন্জ থানার ওসি মোঃ শামসুল আলম শাহের সাথে কথা হলে তিনি বলেন- বাচ্চাটি নিখোজ হয়েছে মর্মে আমাদের কাছে সোহানের পিতা একটি জিডি করেছেন।
যথাযথ আইনগত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ