মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা জয়কুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও স্হানীয় এলাকাবাসী।
৫ ফেব্রুয়ারী বুধবার বিকেলে বিশ্বম্ভরপুর সদর রোডে ইসলামপুর পয়েন্টে ভুক্তভোগী পরিবার ও স্হানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,
১-মো:আব্দুল মালেক, পিতা মৃত হযরত আলী,(এমদাদুল হকের জন্মদাতা পিতা)
২-মোছা:মল্লিকা খাতুন, স্বামী আব্দুল মালেক (এমদাদুল হকের জন্মদাতা মা)
৩-মো:তাজুল ইসলাম, পিতা মিরাজুল হক পাঠান( মসজিদ কমিটির সভাপতি)
৪-হাফেজ:ওয়ারিশ উদ্দিন,পিতা- আবুল হাশেম(মসজিদ কমিটির সেক্রেটারি)
৫-হাফেজ আ:মজিদ,পিতা রওশন আলী,(মসজিদের ইমাম) যে জানাজা পরাই ছিল ।
৬-বাচ্চু মিয়া পিতা আ:সোবান,
৭- নইমুদ্দিন পিতা শামসুদ্দিন
৮-দ্বীন ইসলাম, পিতা আব্দুল মালেক,
৯ -রোজিনা খাতুন,স্বামী দ্বীন ইসলাম,
১০- জয়কুল ইসলাম, পিতা দ্বীন ইসলাম
১১- আব্দুর রহিম,পিতা আব্দুস সোবান
১২-গোলাম রব্বানী, পিতা ইয়াকুল আলী,
১৩-মোহাম্মদ হেলাল উদ্দিন পিতা সোনাহর আলী,
১৪-মো:মনিরুজ্জামান পিতা মিরাজুল হক পাঠান (সাবেক মেম্বার)সর্ব গ্রাম-ইসলামপুর,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন।
বখাটে এমদাদুল হকের জন্মদাতা মা-বাবা বলেন আমার ছেলে যে মামলা করছে জয়কুলের উপর সব মিথ্যা, মিথ্যা মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শুধু তাই নয় মসজিদের ইমাম,সভাপতি,সেক্রেটারি,ইউপি সদস্য সহ স্থানীয় গ্রামবাসী এক জবানে বলেন নির্দোষ জয়কুল,তার উপর মিথ্যা মামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।
এমদাদুল হক এবং দ্বীন ইসলাম হচ্ছে আপন ভাই। পূর্বে তাদের মধ্যে পারিবারিক মনোমালিন্য এবং রেষারেষি লেগেই থাকত। এটাকে কেন্দ্রকরে দ্বীন ইসলামের স্ত্রী এবং নির্দোশ জয়কুলের মা'কে রান্ধা দিয়ে কুপিয়ে আহত করেন এমদাদুল হক!গ্রাম্ম শালিসতাই গ্রামবাসি বসে একত্রিত হয়ে এমদাদুলহক্কে আইনের হাতে তোলে দেন এবং বেশকিছু দিন কারাগারে থাকার পরে পূর্ব শত্রুতাই জের ধরে জয়কুলের উপর এ মিথ্যা মামলা। এই বিষয়কে কেন্দ্র করে এমদাদুল হকের স্ত্রী শামসুন্নাহার, দ্বীন ইসলাম এবং দ্বীন ইসলামের ছেলে জয়কুল ইসলামের উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে এই এমদাদুল হক।
এমদাদুল হক একজন নেশাখোর। সে প্রায়ই সময় দিন রাত মাদক সেবন করে, এমদাদুল হকের পিতা-মাতাকে এবং জয়কুলের পরিবার সহ স্থানীয় গ্রামের কারোই কথা শুন্তনা। কিছু বললেই ওশৃংখল ভাষায় গালিগালাজ করতেন ঐ নেশাখোর এমদাদুল হক ও তার স্ত্রী শামসুন্নাহার এবং মেয়ে মৌসুমি আক্তার বলতেন জয়কুল সহ তার পরিবার'কে সুযোগ পাইলেই বুঝামু অপেক্ষায় রইলাম, এসব কাণ্ডকারখানায় দেখে এমদাদুল হকের পরিবার সহ সমাজ থেকে বেরকরে দেন গ্রামবাসি। পরিবার নিয়ে এখন সুনামগঞ্জে বসবাস।
তারই প্রেক্ষাপটে বিশ্বম্ভরপুর উপজেলার সদর রোডে ইসলামপুর পয়েন্টে
তার উপযুক্ত শাস্তি হওয়া দাবি ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আজকের মানববন্ধন ।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন,যেহেতু নতুন যোগদান করেছি বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ