মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে চাকরির উদ্দেশ্যে ঠাকুরগাঁও যাওয়ার পথে নিখোঁজ হওয়া যুবক আনোয়ার হোসেন (২৫) কে ১৩ জুলাই শনিবার সিলেটের রিকাবীবাজার থেকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ১৩ জুলাই মোঃ মনির উদ্দিন থানায় হাজির হয়ে জানান তার ছেলে আনসার ব্যাটালিয়ন সদস্য আনোয়ার হোসেন (২৫) অদ্য গত ১১/০৭/২০২৪ ইং তারিখ বিশ্বম্ভরপুর থানাধীন সোনাতলা গ্রামস্থ্ তাদের নিজ বাড়ি হইতে কর্মস্থল ঠাকুরগাঁও জেলার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে গাজিপুর জেলায় তার ছেলে আনোয়ার হোসেন সড়ক দূর্ঘটনায় পড়ে। এরপর হইতে তিনি তার ছেলের সহিত আর যোগাযোগ করতে পারতেছেন না। তাৎক্ষনিক বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বনিক ভিকটিম এর মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করিলে ভিকটিম আনোয়ার হোসেন এর মোবাইল নাম্বারটি বন্ধ পান। পরবর্তীতে ভিকটিম আনোয়ার হোসেন নিখোঁজ সংক্রান্ত বিষয়ে ভিকটিমের বাবাকে বাদী করে একটি নিখোঁজ ডায়রীর লিপিবদ্ধ করেন এবং ভিকটিমের সন্ধ্যান ও উদ্ধারের জন্য বিশ্বম্ভরপুর থানার চৌকস অফিসার ফোর্সদের নিয়ে একটি টিম গঠন করেন। উক্ত টিমের ইনচার্জ এসআই (নিরস্ত্র) জনাব, শংকর চন্দ্র দেব উনার সঙ্গীয় ফোর্সেসহ সিলেট সহ বিভিন্নস্থানে অনুসন্ধ্যান করিয়া এবং পুলিশের তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিকটিমকে সিলেট রিকাবীবাজার হইতে উদ্ধার করে বিশ্বম্ভরপুর থানায় নিয়া আসেন।
ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম তার নিজ বাড়ি হইতে তার কর্মস্থল ৩৯ ব্যাটালিয়ান আনসার, ঠাকুরগাঁও যাওয়ার সময় গাজীপুর জেলায় পৌছার পর ভিকটিমের বহনকৃত গাড়িটি দূর্ঘটনায় পতিত হয়। পরবর্তীতে ভিকটিম হাইওয়ে রাস্তায় থাকা অবস্থায় একটি দোকানের সামনে থাকা অবস্থায় অজ্ঞাতনামা কে বা কারা তাকে অজ্ঞান করে ফেলে।
তার সাথে থাকার টাকা, মোবাইল পাওয়া যায় নাই। পরবর্তীতে ভিকটিমকে কে বা কারা সিলেটগামী বাসে উঠাইয়া দেয়। সিলেটে ভোরবেলা নামার পরেও ভিকটিম কোন কিছু চিনিতে পারে না। এই অবস্থায় বিশ্বম্ভরপুর থানাপুলিশ সিলেট শহর থেকে তাকে উদ্ধার করে নিয়া আসেন।
এই বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শ্যামল বণিক বলেন নিখোঁজ ডায়েরী লিপিবদ্ধ করার পর আমাদের চৌকস অফিসারদের তথ্য প্রযুক্তি অনুসন্ধানের সিলেট থেকে উদ্ধার করে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ