মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় মদ সহ গ্রেফতার ৩ ।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নবাগত অফিসার ইনচার্জ ওসি কাওছার আলম এর নেতৃত্বে এসআই নবী হোসেন,এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ০৬ অক্টোবর
গোপন সংবাদের ভিত্তিতে রাত বিশ্বম্ভপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নের চালবন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ বোতল এসি ব্লাক ভারতীয় মদসহ তিন মাদককার বাড়িকে গ্রেফতার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ।
আসামীরা হলেন সিলেট শাহপরান থানার বালুচর গ্রামের হানিফ মিয়ার ছেলে শামীম মিয়া। বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের আব্দুল হকের ছেলে আবু তাহের।
সিলেট কোতোয়ালী থানার গোবিন্দবাগ গ্রামের রন্জু মিয়ার ছেলে আল মামুন শুভ।
আসামীদের বিরুদ্ধে বিশ্বম্ভপুর থানার মামলা নং- ০৭ তাং- ০৬/১০/২৪ ইং, ধারা- The special Power Act,1974 এর 25-B/25-D রুজু করা হইয়াছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ ওসি কাওসার আলম জানান, মাদক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। সবার সহযোগিতায় মাদক মুক্ত বিশ্বম্ভরপুর গড়তে বাংলাদেশ পুলিশ সহযোগিতা অব্যাহত থাকবে ।