স্টাফ রিপোর্টার মোঃ শুকুর আলী:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর স্থানীয় ধনপুর বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ-সভাপতি ডাঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান,ধনপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান আবু,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান,প্রবীণ মুরুব্বী সামছুল হক,মসজিদের সাবেক ইমাম মাওলানা লুৎফুর রহমান,ব্যবসায়ী মন্তু মিয়া,জীবন মিয়া,মসজিদের ইমাম মাওলানা মোস্তাক আহমদসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার ছাতারকোনা মৌজার ৭৫৫ খতিয়ানের ৫৪৬৪ দলিলে ভূমি ১৯৬৫ সাল থেকে দলিল মোতাবেক ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভোগদখলে। গত ২ বছর আগে মসজিদ কমিটির বাধাবিপত্তিকে উপেক্ষা করে স্থানীয় সুরেশনগর গ্রামের মৃত আবুল হোসেনের ৩ পুত্র যথাক্রমে মকবুল হোসেন,মজিবুর রহমান,আবুল কাশেম ও মকবুল হোসেনের পুত্র জাকির হোসেন এবং ধনপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র হাবিবুর রহমান ও হাবিবুর রহমানের পুত্র ওলিউর রহমান হৃদয়সহ ৮/১০ জন লোক মসজিদের প্রায় সোয়া এক শতক জায়গা জোরপূর্বক দখলে নিয়ে একটি টিনশেড বিল্ডিং স্থাপন করেছে।
মসজিদের জায়গা জবরদখলের পাশাপাশি এ চক্রটি মসজিদের নির্ধারিত জায়গায় মসজিদের বিল্ডিং ঘর নির্মাণের কাজে প্রতিবন্ধকতা দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানায় এ পর্যন্ত বেশ কয়েকবার ও মসজিদ এলাকায় গনমান্য ব্যক্তিবর্গ নিয়ে ২ বারসহ মোট ৫ বার সালিশ বৈঠকে অবৈধ দখলদাররা তাদের বেআইনী স্থাপনা সরিয়ে নিয়ে মসজিদের জায়গা দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দখলবাজী থেকে বিরত হয়নি।
সর্বশেষ সার্ভেয়ার দ্বারা সঠিকভাবে জায়গা পরিমাপ করে ৮.৬৫ শতক, ও তাদের ৪.৩৫ শতক জায়গা দখলবাজদের দখলে আছে মর্মে প্রতীয়মান হওয়ার পরও দখলবাজরা মসজিদের জায়গা এখনও মসজিদের জায়গা ছেড়ে যায়নি। ফলে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে গত ২ ডিসেম্বর ৬ জনের বিরুদ্ধে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগটি পুলিশের কাছে তদন্তাধীন থাকার পরও এখন পর্যন্ত এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তারা মসজিদের জায়গা সংরক্ষণে এগিয়ে আসার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান বলেন,আমি বিরোধীয় দুপক্ষকে নিয়ে থানায় সালিশে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করেছি। মসজিদের কাগজপত্র সঠিক আছে। দখলবাজরা বারবার বিচার মেনেও তালগাছ তাদের নীতির ভিত্তিতে বেআইনীভাবে মসজিদের কাজে প্রতিবন্ধকতা অব্যাহত রেখেছে। আমরা দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের চেষ্টায় আছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ