স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, জোয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ভারতীয় চোরাচালান বন্ধ, ফসল রক্ষা বাঁধ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে।
২৯ ফেব্রুয়ারি সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার চোরাকারবারি, মাদক সেবক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়। তাছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তা ছাড়া খরচার হাওর ও আঙ্গারুলী হাওরের বোর ফসল রক্ষা বাধের প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখার জন্য সবাইকে আহব্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃসফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি বৃন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, বিজিবি প্রতিনিধি দল ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ