মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কোটি টাকার বেশি ৪টি পিকআপ ভর্তি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করেছে বিজিবি।
২০ জানুয়ারি রাতে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির টহল দল হালাবাদী ছাতারকোনা এলাকা থেকে আটক করেন, আটককৃত পন্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি,বিড়ি,জিরা এবং ৪টি পিকআপ জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ চিনাকান্দি বিওপির টহল দল ছাতারকোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ভারতীয় ১০,৪৯৪ কে জি চিনি, ৯,৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কে জি জিরা এবং ৪টি পিকআপ আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য এক কোটি ষোল হাজার আটশত ত্রিশ টাকা।জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয়,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান চলবে। আর চোরাকার বারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়া হবে না।