স্টাফ রিপোর্টার(দ্বীপক চন্দ্র সরকার): শান্তির জন্য পানি এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হল বিশ্ব পানি দিবস —২০২৪। ২২ মার্চ শুক্রবার নেত্রকোণা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে বর্ণাঢ্য র্যাীল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা প্রশাসক শাহেদ পারভেজ সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, স্থানীয় জনপ্রতিনিধি, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহের সুস্থতার জন্য পানির কোন বিকল্প নেই। সবার জন্য নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করা এটি একটি নৈতিক দ্বায়িত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশের ৯৭ শতাংশ মানুষ খাবার পানি পায় টিউবওয়েল বা ট্যাপ থেকে। এর মধ্যে ৪১ শতাংশ মানুষ নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। বিশ্বে প্রতি চারজন মানুষের মধ্যে একজন নিরাপদ পানির অভাবে ভুগছে। উৎস ভালো থাকলেও ব্যবহারের সময় ত্রুটির কারণে পানি দূষিত হয়ে উঠতে পারে, আর পানিবাহিত বেশিরভাগ রোগে আক্রান্ত হয় শিশুরা। তাই জীবনকে সুস্থ রাখতে হলে এই গুরুত্বপূর্ণ উপাদানটি আমাদের সকলের অবশ্যই বিশুদ্ধ করে ব্যবহার করা দরকার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ