দ্বীপক চন্দ্র সরকার:
“স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস.এম. মহসিন আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনীসহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা ও দোকান মালিকগন।