নিজস্ব প্রতিনিধি: “জনগণ হয় যদি সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই প্রতিপাদ্যে নেত্রকোনায় নানা আয়োজনে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপিত হয়েছে। ১ ফেব্রুয়ারি,শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বন্যপ্রাণি সংরক্ষণে নিবেদিত বিভিন্ন সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ক্যাট এন্ড ডগ সোসাইটি, উজ্জ্বীবন, সেইভ দ্যা এনিমেল অব সুসং, বারসিক, এবং এআরএফবি। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসমা বিনতে রফিক, জেলা পরিবেশ কর্মকর্তা মো. জব্বার হোসেন, ক্যাট এন্ড ডগ সোসাইটির ফাহিম রহমান খান পাঠান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান প্রমূখ।
বক্তারা বন্যপ্রাণির আবাসস্থল ধ্বংস হওয়ায় মেছো বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণি বিপন্ন অবস্থায় পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, খাদ্যের সন্ধানে বন্যপ্রাণি লোকালয়ে প্রবেশ করায় মানুষের সাথে সংঘাতে জড়িয়ে মারা যাচ্ছে। এই প্রাণিদের রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের করার উদাত্ত আহবান করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ