শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (২৮ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে বীরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী মোহাম্মদপুর ইউনিয়নের চকপাইকপাড়া (মুন্সীপাড়া) গ্রামের মোঃ মমতাজ আলী মন্টুর ছেলে মোঃ তারেক (২০)। জানা যায়, ২০ বছর বয়সী এক ছাত্রীকে ওই ইউনিয়নের ভূপেন কর্মকার মোড় সংলগ্ন এলাকা থেকে গত ১৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তারেকসহ অজ্ঞতা ৩ জন অপহরণ করে । অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা গিরেন কর্মকার বাদী হয়ে ২৮ ফেব্রুয়ারি দুপুরে তারেকসহ অজ্ঞতা আরও ৩ জনকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নম্বর- ২৫) তারিখ ২৮/০২/২০২৪। মামলার প্রেক্ষিতে ওই রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজেকুল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত তারেককে গ্রেফতারসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে । এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া তারেকসহ অপহৃত ওই কলেজ ছাত্রীকে বৃহস্পতিবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।