শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানার পুলিশ।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলার কবিরাজ হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত আতিকুর রহমান রিভা (৩৩) উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মুনসুর আলীর ছেলে। সে অস্ত্র ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি।
এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিভাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে তাকে দিনাজপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।