্
শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিস এর সামনে থেকে ২৪ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোনসহ মোঃ ইউনুছ (৫৩), মোঃ বাবুল হোসেন (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্্যাব-১৩ এর সদস্যরা।
গত সোমবার বিকেলে দিনাজপুর র্্যাব-১৩ পিসিসি-১ র্্যাব -১৩ রংপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর- ১ কোম্পানি অধিনায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি চালান কুমিল্লা থেকে বীরগঞ্জ পৌরশহরের সেতাবগঞ্জ রোডস্থ করতোয়া কুরিয়ার সার্ভিসে আসছে। চালান নিয়ে যাওয়ার সময় কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্্যাব-১৩ এর সদস্যরা।
র্্যাব-১৩ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাকেশ্বরী গ
গ্রামের বগুড়াপাড়া এলাকার মৃত টুনু প্রমানিকের ছেলে মোঃ ইউনুছ (৫৩), ও ঢাকাই কামারপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে মোঃ বাবুল হোসেন (৩৬) দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলা সহ অন্যান্য জেলা থানা সমূহে একাধিক মামলা চলমান রয়েছে ।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বীরগঞ্জ থানায় র্্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটকৃতদের থানায় হস্তান্তর করবেন র্্যাব-১৩।