শেখ সাইদুল আলম সাজু,দিনাজপুর:
প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আলহাজ্ব আইনউদ্দিনের একটি কলা বাগান থেকে মোস্তফা আব্রার রাগিব (৪)নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। শিশুর পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণী মাঝাপাড়া হুমায়ূনের বাড়ি সংলগ্ন কলা বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু মোস্তফা আব্রার রাগিব ওই এলাকার মোঃ হাসান আলীর ছেলে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, মৃত শিশুর চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খেলতে বের হন শিশু মোস্তফা আব্রার রাগিব। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই শিশু বাড়িতে না ফিরলে মা রাবেয়া বেগমসহ পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তাকে কোথাও না পাওয়ার পর একপর্যায়ে বাড়ির পাশে, কলা বাগানে তার মরদেহ পাওয়া যায়। মোস্তফা আব্রার রাগিব কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক মৃতের বিষয়ে নিশ্চিত করেন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা। তবে শিশু মোস্তফা আব্রার রাগিবের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। আমাদের তদন্ত চলমান রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ