শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে হাজি শমসেরের ইট ভাটা থেকে ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের মুল্যবান একটি কষ্টি পাথরের গনেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
মূর্তির বদলে অন্য কিছু দিয়ে থানা পুলিশকে বুঝানোর চেষ্টা করলে সন্দেহ হলে বৃহস্পতিবার (১৪ মার্চ -২০২৪) দুপুর ১টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের আলহাজ্ব শমশের আলীর ইট ভাটায় তল্লাশি চালায় মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে বীরগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় হাজী শমসের পুত্র ফারুক ও তাদের ম্যানেজার সুজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার নিজপাড়া ইউনিয়নের ভাটার ম্যানেজার সুমন ইসলাম (২৫) ও ইট ভাটা মালিক শমশের আলীর ছেলে মো: ফারুক(৩৮)। তাঁরা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের এম বি এম ব্রিকস ভাটায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। দুজজনকে আটক করা হয়। মূর্তিটির বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭ কেজির ওপরে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি প্রত্নতাত্নিক নিদর্শন সংবলিত গনেশ মূর্তি। এর আনুমানিক মূল্য জানা যায়নি। উদ্ধার মূর্তিটি প্রত্নতাত্নিক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ