শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুলহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৬ অক্টোবর -২০২৪ ( শনিবার ) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বীরগঞ্জের পুলহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয় । সকাল ১০ টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারন অভিভাবক সদস্য পদে মোঃ আব্বাস আলী, মোঃ আবু সাঈদ , মোঃ ওবাইদুল ইসলাম, মোঃ আবুল কালাম নির্বাচিত হোন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৮ জন । নির্বাচনে ৪টি সাধারন অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯ জন প্রার্থী অংশগ্রহন করেন তারা হলেন মোঃ আবু সাঈদ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্বাস আলী, মোঃ এরশাদ আলী,মোঃ ওবাইদুল ইসলাম, মোঃদুলাল হোসেন, মোঃ ফেরাজুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন। এছাড়ারও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে জন্য মোছাঃ ফরিদা বেগম, সাধারণ শিক্ষক সদস্য পদে মোঃ মহচেন আলী ও মোঃ রেজাউল করিম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নিয়তি রানী, বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মোঃ আঃ সবুর ও মোঃ আশরাফ আলী। বর্তমানে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোঃ মজিবর রহমান।