শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ আজ পহেলা বৈশাখ ১৪৩২, বাংলা নববর্ষ। পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষের প্রথম দিন আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ।
বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর আহমেদ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে- এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর চন্দ্র রায় মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।