শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ 'সবার তরে আহ্বান শীতার্ত মানুষের পাশে দাঁড়ান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার (০৬ জানুয়ারি-০২৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া এলাকার অন্যতম একটি মানবিক ও সামাজিক সংগঠন ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাব এর আয়োজনে ২য় বারের মতো অসহায় দুস্ত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ট সহকারী শিক্ষক জনাব, মোঃ মতিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার মানবিক রিক্সা চালক জনাব মোঃ সিরাজুল ইসলাম, মায়ের দোয়া মাংস ভান্ডারের পরিচালক জনাব মোঃ জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আব্দুল কাইয়ুম মন্ডল, শতগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা জনাব মোছাঃ ফাহিমা বেগম, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আইবুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মতিউল ইসলাম ভোরের শিশির বেতার স্রোতা ক্লাবের প্রতিটি সদস্যদের উদ্দেশ্যে বলেন এলাকায় মাদকমুক্ত সমাজ গড়তে হলে এরকম মানবিক ও সামাজিক কর্মকান্ডে সবাইকে এগিয়ে আসতে হবে, তার পাশাপাশি যে যার ধর্ম সঠিকভাবে পালন করবে। এলাকার মুসলিম সন্তানদের পাঁচ ওয়াক্ত নামাজ ও ব্যবহারিক আচার-আচরণ ঠিক রাখার সুপরামর্শ প্রদান করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ