শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৪ মাদক কারবারির ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
বীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের খোকা চন্দ্র রায়ের ছেলে দয়াল চন্দ্র রায় (২৫) একই ইউনিয়নের শতগ্রাম গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৯) দেবারুপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আসাদুজ্জামান (২৬) এবং প্রসাদ পাড়া গ্রামের মোঃ সোবহান আলীর ছেলে মোঃ আসর আলী (২৬) ।
বীরগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান জানান, বুধবার বিকেলে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালায় প্রসাশন। অভিযানে উপজেলার শতগ্রাম ইউনিয়নের দয়াল চন্দ্র রায়, সাইফুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান ও আসর আলীকে মাদক বিক্রেয়ের সময় হাতে নাতে আটক করে। ওই রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ