শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ- ডিসপ্লে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। দুপুরে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে বীরগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, বীরগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল কলেজ ও সর্বস্তরের মানুষ পুস্পমাল্য অর্পণ করেন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে নয়টায় বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রসাশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে এবং স্বাধীনতা দিবসে দেশে উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে এলাহী’ র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ কাবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ বর্মন, জেলা পরিষদের সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব, আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বীরগঞ্জ – কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এমপি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।