শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর’২০২৪ বেলা ১১টার দিকে বাংলাদেশ অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বীরগঞ্জ ও কাহারোল উপজেলা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: মাজেদুল ইসলামের সভাপতিত্ব করেন।
এ সময় সশস্ত্র বাহিনী থেকে অবসর প্রাপ্ত বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় শতাধিক সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সাবেক সেনা অফিসার মোঃ রশিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামসুল আলম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা গোলাম আজম কাজল, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন, মুক্তিযোদ্ধা বশির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাসেদ, মোঃ আখতার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগন স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
খুব সুন্দর ও মনোরম পরিবেশে সদ্য সংস্কার করা সংস্থার নিজস্ব ভবনে মধ্যাহ্ন ভোজের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ