শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে জীবন রায় (১৭) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে নিজপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। জীবন রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট ঝাড়পাড়া গ্রামের ভৈরব রায়ে ছেলে।
রবিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিজ শয়নকক্ষে রশির সাহায্য গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনের বাবা-কৃষি শ্রমিক। লেখাপড়া ও অন্য বিষয় নিয়ে তার বাবা-মা সামান্য রাগারাগি করে। এ যেরে সে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, মরদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে, রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, এব্যাপরে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ