শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গতকাল (১৯ মার্চ'২০২৫) বুধবার বাদ আসর হতে ইফতার পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গনে দেশ জাতি ও মানবতার কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহতি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপুল সংখ্যক রোজাদার মুসল্লির সাথে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলে অংশ নেন বীরগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।
সভা মঞ্চে প্রধান অতিথিকে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন।
প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে ছিলেন চৌকস পুলিশ অফিসার জাহাঙ্গীর বাদশা রনি, সিরাজুল আওলাদ সুমন, গোয়েন্দা শাখা পুলিশ অফিসার জাহাঙ্গীর হোসেন, ডিএসবি হাবিবুর রহমানসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।
বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক আলহাজ্ব মোঃ আবেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের সঞ্চালনায় 'আমার দেশ' প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন, 'আজকের পত্রিকা' প্রতিনিধি নাজমুল ইসলাম মিলন, সহ-সভাপতি ছকিমদ্দিন, আরমান আলী, সাবেক সভাপতি মাজেদুর রহমান, নয়া দিগন্ত প্রতিনিধি এসএম হাদিউজ্জামান হাদী, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন, নাজমুল ইসলাম, কার্তিক ব্যনার্জি, গোকুল রায়ের সার্বিক তত্ত্বাবধানে ও আন্তরিকায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, দিনাজপুর-১ আসনে জামায়াত ঘোষিত এমপি প্রার্থী জননেতা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি সাবেক ভিপি বিএনপি নেতা রেজওয়ানুল ইসলাম রিজু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, ইউনিয়ন ভুমি উপসহকারী অফিসার মহিবুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হেমচন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রনেতা, বীরমুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও রোজাদার সমন্বয়ে গন্যমান্য মুসল্লিগন অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার পূর্ব রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ জাহিদুল ইসলাম দিনাজপুরী ও দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওসমান গনি জিহাদী।
দেশ জাতি ও মানবতার কল্যানে দোয়া ও মুনাজাত পরিচালিত হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ