কে এম আবুল কাশেম চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:
বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের ৪র্থ মৃত্যুবার্ষিতে স্মরণ সভা চট্টগ্রাম প্রেসক্লাব অনুষ্ঠিত হয়।
দ্রুত সময়ে বোয়ালখালীবাসীর প্রাণর দাবি কালুরঘাট সেতু বাস্তবায়ন ও চট্টগ্রাম নগরের একটি সড়কের নামকরণ করার দাবি
রাজনীতির দুঃসময়ে সাহসী পুরুষ, রাজপথের লড়াকু সৈনিক, রাজনীতির রাজপুত্র, চট্টগ্রাম তথা বাংলাদেশের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের বোয়ালখালী আসন হতে একাধিকবার নির্বাচিত সাংসদ, তুখোড় বক্তা, নির্লোভ ও আপোষহীন সাহসী রাজনীতিবিদ, কালুরঘাট সেতু বাস্তবায়নের জন্য সরকারের কাছে সাহসের সাথে দাবি উপস্থাপনকারি, সংবাদ ও সংবিধান বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল এর চতুর্থ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে আজ ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুন দাশগুপ্ত, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক সেলিম চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রয়াত সহধর্মিণী, বিশিষ্ট নারী নেত্রী সেলিনা খান বাদল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মো কামাল উদ্দিন।
সংগঠনের সদস্য ও সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায়
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের উপর আলোচনা ও স্মৃতিচারণমূলুক বক্তব্য রাখেন দেবু প্রসাদ দাস দেবু, মোজাহেরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, আকবরশাহ থানার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর, প্রজন্ম চট্টগ্রামের প্রধান সমন্বয়ক চৌধুরী জসিমুল হক, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু, শেখ নজরুল ইসলাম মাহমুদ, মতিউর রহমান সৌরভ, মাহমুদ হায়দার জীবন, মতিউর রহমান সৌরভ, মনছুর আলম, মোহাম্মদ এমরান, সজল দাশ, বিপ্লব বিজয়, তসলিম উদ্দিন হ্নদয়, মোহাম্মদ হোসেন মধু, তসলিম খা, মেহেরুন নেছা দীপা, হানিফুল ইসলাম চৌধুরী, মাসুদ খান, মোহাম্মদ নুর, ফারজানা আফরোজা, আসিফ ইকবাল, সমীরণ পাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও সাহসী নেতৃত্বের প্রতীক। তিনি একজন বিশ্ব বরেণ্য রাজনীতিবিদ হওয়ার পরও সততা, আদর্শ ও নীতি থেকে কখনো বিচ্যুত হননি। তাঁর জীবন ও রাজনৈতিক দর্শন থেকে আগামী প্রজন্মকে অনেক কিছু শেখার আছে।
সভায় বক্তারা, অনতি বিলম্বে দ্রুত সময়ে চট্টগ্রাম বোয়ালখালীবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতু বাস্তবায়ন ও চট্টগ্রাম নগরের একটি সড়কের নামকরণ করার দাবি জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ