রাসেল আহমেদ সাগর …..
বৃষ্টির রিমঝিম শব্দ
আউলা বাতাসে প্রেমের ঘ্রান,
মৃদু স্পর্শে উতলা সদায়
আমার দেহমন প্রান।
আঁখি কোনে তৃষ্ণার জল
বয়েছে বুকে ঝড়তুফান,
কে আছো বীর তুমি
সাহস নিয়ে হও আগুয়ান।
ঘূর্ণিঝড়ে লন্ড ভন্ড সব
হয়ে গেলে হোকনা,
তোমার আমার প্রেম
সৃতি হয়ে থাকনা।
দুই মনের হলে মিলন
কিসের এতো ভয়,
বিশাল রাজ্যটা তোমার জন্য
করে নেবো জয়।
ঘরের চালে রিমঝিম বৃষ্টি
তোমার বদনে আমার দৃষ্টি,
কলঙ্কের কিসের ভয় বল
আমার প্রেম তোমার জন্য সৃষ্টি।