মহসিন আলম মুহিন ।
ঘড়ির কাঁটা ঘুরছে সময়ের তালে তালে। চলছে আর চলছে, ভোরের সূর্যটা একই নিয়মে উঠে-কারো কথায় থামতে জানে না! দিন ঢুকে যায় রাতের কোলে, আর রাতও সময় পেরিয়ে দিনের আঙ্গিনায় নেমে আসে। পাখিরা আপন মনে উড়ে-নীলাকাশে, পাখনায় ভর করে! বাতাস তার গতিতে ছুটে চলে, যখন যেমন ইচ্ছে জাগে রূপ বদলায়! মেঘ বালিকা কালো কেশ ছড়িয়ে সৌন্দর্যের জানান দেয়। রংধনু, সাত রং নিয়ে অকস্মাৎ ভেসে উঠে আকাশে আবার স্বেচ্ছায় মিশে যায় দূর অজানায় অজান্তে! পাহাড়ের ঝর্ণা গড়িয়ে গড়িয়ে মিশে যায় মিলনের আশায়-সাগরের গভীরে! ঢেউ উপচে পড়ে তাকে আলিঙ্গন করে! জ্যোৎস্ননারা স্নান করে রূপবতী যৌবনা চাঁদের মায়ায়। আমার কর্ণে শুধু ভেসে আসে কানাকুয়োর ডাক! শকুনেরা ডান ঝাপটায় অজানা প্রাপ্তির আশায়! কেবলি 'ইচ্ছেগুলো কেঁদে মরে! আমি যেন বোবার প্রতীক! নীরবে তাকিয়ে থাকি! কেউ নেই, কোথাও কেউ নেই, কিছু নেই, বেমানান, বেরসিক, প্রেমহীন, রসহীন, অলস, কষ্টের আর্তনাদে মোড়ানো-শুষ্ক এক "কায়া"।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ