সিরাজগঞ্জ প্রতিনিধি: মহসিন আলম মুহিন:
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর সোমবার ২০/০১/২০২৫ ইংরেজি রোজঃ- সোমবার সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদী হতে আবুবক্কার সিদ্দিক আবির (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আবুবক্কার সিদ্দিক আবির স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র তার বাবার নাম মোঃ আবদুল্লাহ দালাল, গ্রাম-চালা, থানাঃ-বেলকুচি। সে গত শুক্রবার বাড়িতে আসে এবং সর্বশেষ রাতের খাবার সাথে নিয়ে সাইকেল যোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর, পরবর্তী সময় থেকে সে নিখোঁজ। আত্নীয় স্বজন খোঁজ করে সন্ধান না পেয়ে থানায় জিডি করেন।
পারিবারিক সুত্র মতে, আবুবক্কার আবিরের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হবে।
কোমলমতি এমন সুন্দর শিশুর অকালে চলে যাওয়া বাবা-মা এবং আত্নীয় স্বজনের নিকট যেমন পাহাড় সম কষ্টের তেমনি এলাকার জন্য আতঙ্কের। আবুবক্কার সিদ্দিক আবিরের মৃত্যু রহস্য উদঘাটন হওয়া সময়ের দাবী নচেৎ স্কুল এবং মাদ্রাসাগামী ছাত্র ছাত্রীদেরকে নিয়ে
অভিভাবকগণ দুঃচিন্তার মধ্যে পড়ে যাবে।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ