এস এম রকিবুল হাসান নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার গাজিপুর বোর্ডবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো রায়হান কবির (১৮) এর পারিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামে নিহত পরিবারের কাছে ১ লক্ষ টাকা তুলে দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম। নিহত রায়হান কবির নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের মামুন আলীর ছেলে। গত ১৬ জুলাই শনিবার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তিনি কম্পিউটার প্রশিক্ষণের জন্য গাজীপুরে গিয়েছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, স্বৈরাচারী শাসকের হাত বাংলাদেশকে রক্ষার জন্য রায়হানসহ নওগাঁর কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তিনি নিহত রায়হানের পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনারা সৌভাগ্যবান, আপনার সন্তানরা শাহাদাতবরণ করেছেন। আমরা আপনাদের পাশে রয়েছি। এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পশ্চিমের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সদস্য নওশাদ আলী, উপজেলা নায়েবে আমির ইবরাহীম হোসেন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন সেক্রটারী সুলতান মাহমুদ প্রমূখ। উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রায়হানের পরিবারকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।