বিশেষ প্রতিবেদক: স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশ লুটপাট করে । দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন করল ছাত্ররা এখন রাতারাতি হয়ে গেল বিএনপি এটাই ছিল স্বৈরাচারী সরকারের নেতাকর্মীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পালিয়ে যায় কিছু দুর্নীতিবাজরা। বাংলাদেশে কিছু মন্ত্রী এমপিরা গ্রেফতার হয়েছেন, তাদের বিরুদ্ধে সঠিক বিচারের আওতায় আনা হবে।
বাংলাদেশ থেকে পাচার হওয়া লুটপাট আর হাজার হাজার কোটি টাকার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশেও কিছু বর্তমানে গা ঢাকা দিয়ে আছেন “র” এজেন্ট সুদাংশু সরকার ও রফে কুট্টি সরকার । পটুয়াখালী জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির বর্তমান অবৈধ সাধারন সম্পাদক কুট্ট সরকার ।
স্বৈরাচারী সরকারের নেতাকর্মীরা একের পর এক ধরাও পরছে দুর্নীতিবাজরা কঠোর শাস্তির জন্য বিচারের আওতায় আনা হচ্ছে। এটাই ছিল বাংলাদেশের নাগরিকদের চাওয়া পাওয়া। স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকা অবস্থায় “র” এজেন্টরা অনেক আনন্দ উৎসব করেছিল ওরা বাংলাদেশকে ভারত বানাবে। সেই স্বপ্ন ছিল ভারতের মোদি সরকার ও বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনার, সেই স্বপ্ন আর পূরণ হলো না স্বৈরাচারী সরকারের । মহান সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বাধীন বাংলাদেশকে স্বৈরাচারী হাত থেকে ফিরিয়ে দিয়েছে।
আওয়ালীগের এজেন্ট হিসাবে বিএনপিতে প্রবেশ শুধু রয়ে গেল বরিশাল পটুয়াখালীতে এক জন “র” এর এজেন্ট সুদাংশু সরকার ও রফে কুট্টি সরকার । বর্তমানে সেই “র”এজেন্ট আওয়ালীগের এজেন্ট হিসাবে বিএনপিতে প্রবেশ করে জেলা বরিশালের পটুয়াখালীতে বিএনপিতে প্রবেশ করেছেন। সেই “র”এজেন্ট এখন বর্তমানে সরকারি বেসরকারি জমির দখলে মেতে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ থেকে পরিবর্তন করে সেই স্বৈরাচারী সরকারের “র” এজেন্টরা এখন সে বিএনপি সাথে রয়েছে শুরু হয়েছে তার অলৌকিক কর্মকাণ্ড জমি দখল, সন্ত্রাসী, সহ নানা অপরাধে ব্যস্ত হয়েছেন ।
ইতি মধ্য সরকারি জায়গা দখল করে বিশাল বিশাল ঘড় তুলেছেন তিনি, বিএনপির দলের নেতা কর্মীদের তুচ্ছ তাচ্ছিল্য করে সভাপতি একজন মুরব্বী বিদায় যেমন খুশি তেমনী কাজ করেছেন। স্বৈরাচারী সরকারের “র” এজেন্টরা সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর কিছু চেনামুখ।
বাংলাদেশের “র”বইটিতে সুদাংশু সরকার ও রফে কুট্টি সরকার একজন “র” এর এজেন্ট সেকথা স্পষ্ট লেখা আছে। তদন্ত প্রয়োজন ?
এরপর দেখবেন অজানা তথ্য…..