ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে ছাত্র জনতা হত্যা দু’টি মামলার পলাতক আসামি ও সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী’র সহচর শুভ তালুকদার চানু (৩৩) গ্রেফতার করেছে গ্রেফতার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২।
মোহাম্মদ কামরুজ্জামান, অধিনায়ক, র্যাব-১২, দিকনির্দেশনায় গত ০৯ নভেম্বর রাত ৮.২০ ঘটিকায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও সিপিএসসি, বগুড়া এর একটি চৌকস অভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন কানজগাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি শুভ তালুকদার চানুকে (৩০) গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি শুভ তালুকদার চানু (৩৩), সিরাজগঞ্জ সদর থানার পৌর এলাকা সাহেদনগরের মৃত ইসলাম তালুকদার ছেলে।
গত ০৪ আগস্ট সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ছাত্র জনতা বাজার স্টেশন হতে বড়পুলের দিকে যাওয়ার পথে এস. এস. রোডে গালিনি ফার্নিচারের দোকানের সামনে সোহানুর রহমান রঞ্জু খাঁনকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে মৃত্যু নিশ্চিত হলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে উল্লাস করতে করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে নর্থ বেঙ্গল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে।
ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরও জানায় যে, বর্ণিত মামলার প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গ্রেফতারকৃত আসামির এর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ০২টি হত্যা মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ